• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

দোহার-নবাবগঞ্জে শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ আগস্ট ২০২৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন,
সারাদেশের মত ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।
রবিববার দিনব্যাপী দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা ইউনিয়নে নতুন
মসজিদ ও আরসিসি রাস্তা নির্মাণসহ মোট ৩ টি প্রকল্পে ৮৩ লাখ টাকা ব্যয়ে
নির্মিত ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লার বাড়ি হতে পূর্বচক
গামী আরসিসি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়ন করার
সুযোগ দিয়েছেন, তাই ঢাকা জেলার উন্নয়ন আমি মানুষের ধারে পৌঁছে
দিতে সক্ষম হয়েছি। গত পাঁচ বছরে শতশত কোটি টাকার উন্নয়ন কাজ করেছি।
ঢাকা জেলা পরিষদের অর্থায়নে রাস্তাঘাট মসজিদ মাদরাসা স্কুলসহ বিভিন্ন
প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই বছরে আরও প্রকল্প বাস্তবায়ন ও উদ্বোধন হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপ-সহকারী
প্রকৌশলী মোতালেব হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, নারিশা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সোলাইমান শরীফ, বিল্লাল
হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি চঞ্চল মোল্লা, আওয়ামী
লীগ নেতা শেখ শাহবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তফা মোল্লা,
সাজ্জাদ হোসেন সাজু, মোশাররফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads